২১ নভেম্বর ২০২৫, ০২:০৭ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
সাইফুর মিনা / খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান
নজরুল চর্চা ও নজরুল সাধনা সকল হৃদয়ে পৌঁছে দেওয়ার লক্ষ্যে নজরুলীয় সংগঠন অগ্নিবীণা কেন্দ্রীয় কমিটি ও খুলনা বিভাগীয় কমিটি আয়োজিত এক প্রস্তুতি সভা গতকাল ২২ জুন ২০২৪, শনিবার, সকাল ১১ টায়, নতুনতারা সাহিত্য মঞ্চ, নতুনতারা ভবন, খুলনায় নজরুলের মানুষ সৈয়দ আলী হাকিম এর সভাপতিত্বে শুরু হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অগ্নিবীণা প্রতিষ্ঠাতা এস এম সিরাজ, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন এস এম হুসাইন বিল্লাহ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নতুনতারা প্রতিষ্ঠাতা মহাপরিচালক সাইফুর মিনা ও তাহমিনা সুলতানা। বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব মানবাধিকার নেতা মোঃ মঞ্জুর হোসেন ঈসা এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন দৈনিক স্বদেশ বিচিত্রা মফস্বল সম্পাদক মোঃ আজগর হোসেন, নতুনতারা কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান কাজী গোলাম মহিউদ্দিন, নতুনতারা কেন্দ্রীয় মহাসচিব মনিরুজ্জামান আকন, নতুনতারা কেন্দ্রীয় অর্থ সচিব দেশ আহমেদ রাজু, নতুনতারা কেন্দ্রীয় সদস্য এম এম মশিউর রহমান, ইব্রাহিম মনির, মোল্যা ইউসুফ আহমেদ, হাবিবুর রহমান, আহসান হাবীব, তরুণ কুমার মজুমদার প্রমূখ।
সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয় আগামী জুলাই মাসের শেষ দিকে খুলনা বিভাগের ১০ জেলা নিয়ে খুলনা বিভাগীয় সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত হবে।