২১ নভেম্বর ২০২৫, ১১:৩৯ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
স্ত্রীকে নির্যাতনের মামলায় বরগুনার শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রবিউল হত্যা মামলায় নিরপরাধদের জড়ানোর অভিযোগে বাবুগঞ্জে বিএনপি’র একাংশের সংবাদ সম্মেলন বাবুগঞ্জের ছাত্রদল নেতার খুনিদের গ্রেপ্তার পরবর্তী দৃষ্টান্ত ফাঁসির দাবিতে বিক্ষোভ চুয়াডাঙ্গায় ৩ তক্ষকসহ গ্রেফতার ১জন বাবুগঞ্জ এলজিইডি’র এলসিএস কমিউনিটি অর্গানাইজার সানজিদার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও হয়রানির অভিযোগ জোটের চাপ নাকি অভ্যন্তরীণ কোন্দল? বরিশাল -৩ আসনে এখনো প্রার্থী চূড়ান্ত করতে পারেনি বিএনপি। ভোটারদের মাঝে ‘ভিআইপি চমক’-এর গুঞ্জন বাবুগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এর ৫০ বছর পূর্তীতে ঝালকাঠি জেলা জাসাসের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বাংলাবান্ধায় ভারসাম্যহীন নারী গণধর্ষণেন শিকার চার ধর্ষক আটক বাবুগঞ্জে ছাত্রদল নেতা হত্যাকাণ্ড: ২১ জনের নামে মামলা!
ডিমলায় পুলিশ সেজে ডাকাতির প্রস্তুতির সময় ৪ ডাকাত গ্রেপ্তার

ডিমলায় পুলিশ সেজে ডাকাতির প্রস্তুতির সময় ৪ ডাকাত গ্রেপ্তার

মোঃ গোলাম রাব্বানী ডিমলা নীলফামারী ডিমলা প্রতিনিধি
নীলফামারীর ডিমলা বৃহস্পতিবার গভীর রাতে পুলিশ সেজে ডাকাতির প্রস্তুতি কালে একটি প্রাইভেট কারসহ চার ডাকাতকে ডিমলা থানা পুলিশ গ্রেপ্তার করে।

ডিমলা থানা পুলশ সুত্রে জানাযায়, নীলফামারী জেলার পুলিশ সুপার মোঃ গোলাম সবুর, পিপিএম-সেবা’ন সার্বিক দিক নির্দেশনায় ও সিনিয়র সহাকারী পুলিশ সুপার আলী মোহাম্মদ আব্দুল্লাহ ডোমার সার্কেলের তত্ত্বাবধানে প্রতিদিনের ন্যায় ডিমলা থানা পুলিশের বিশেষ অভিযান কালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার খালিশাচাপানী এলাকার ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের সামনে পুলিশের রিফ্লেক্টিং ভেষ্ট পরিহিত ও সবুজ বাতির টার্গেট লাইট (লেজার লাইট) সহ স্পিড ব্রেকারের কাছে ডাকাতি সংঘটনের উদ্দেশ্যে বিভিন্ন গাড়ি থামানোর জন্য সমবেত হলে। ডিমলা থানার (ওসি) দেবাশিষ রায়ের নেতৃত্বে থানা পুলিশের টহলরত একটি দল ঘটনাস্থলে অভিযান চালিয়ে একটি প্রাইভেট কার(ঢাকা মেট্রো-গ-২৩-২৮২৫), দেশীয় অস্ত্র ছোরা, লোহার রড, হাতুড়ি, নিরাপত্তা বাহিনীর হালকা সবুজ রংয়ের রিফ্লেক্টিং ভেষ্ট, সবুজ বাতির টার্গেট লাইট, সাতটি মোবাইল ফোনসহ বগুড়া জেলার গাবতলী উপজেলার মালিয়ার ডাঙ্গা গ্রামের লয় প্রামানিকের ছেলে আলমগীর হোসেন (৩০), সোনাতলা উপজেলার পদ্মপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে সোনা মিয়া (৩০), নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার বাঙ্গালীপুর নিজপাড়া গ্রামের আবু বক্কর সিদ্দীকের ছেলে আলী হাসান ওরফে বাবু (৩১) ও ইসলামবাগ বড় মসজিদ গ্রামের মৃত বেলাল হোসেনের ছেলে সবুজ হোসেন (২৭) কে গ্রেপ্তার করে ডিমলা থানা পুলিশ। এ সময় বগুড়া জেলার সোনাতলা উপজেলার ভেলুর পাড়া গ্রামের আজাদুল হকের ছেলে শান্ত ইসলাম (২৬) সহ অজ্ঞাত ৪/৫ জন আসামি পালিয়ে যায়। এ ডিমলা থানার (ওসি) দেবাশিষ রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রতিদিনের ন্যায় এবং পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ডিমলা থানা পুলিশের বিশেষ অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে ডাকাতির প্রস্তুতিকালে তাদের আটক করা হয়। এ ব্যাপারে ডিমলা থানার সাবইন্সপেক্টর উৎপল চন্দ্র রায় বাদী হয়ে ৫ জনকে এজাহার নামীয় আসামি ও অজ্ঞাত ৪/৫ জনের নামে ডিমলা থানার মামলানং-১৭, তারিখ-১৪.০৬.২০২৪ইং দায়ের করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019