২১ নভেম্বর ২০২৫, ০১:০৬ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি বরিশালের বানারীপাড়ায়
ভূমি সেবা সপ্তাহ ২০২৪” উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ জুন) বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুনতাহসিন তাসমিম রহমান অনিন্দ্র’র
, সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার অন্তরা হালদার। এছাড়াও জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দসহ শিক্ষার্থীবৃন্দ ও বিভিন্ন ইউনিয়নের ভূমি সেবাপ্রার্থীরা উপস্থিত ছিলেন।
সভায় বিদ্যমান ও আসন্ন স্মার্ট ভূমিসেবা সম্পর্কে সকলকে অবহিত করা হয়।
আলোচনা সভা শেষে ভূমি বিষয়ক কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝ থেকে তিন জন বিজয়ী শিক্ষার্থীর হাতে সনদ,, বই ও ফলদ গাছের চারা তুলে দেওয়া হয়।