২১ নভেম্বর ২০২৫, ০৩:০২ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মাহমুদ হাসান রনি
চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মুরগীর খামারের ফ্যানের সুইচ মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১ যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার সকাল ৮ টার দিকে আলমডাঙ্গার উপজেলার কালিদাসপুর ইউনিয়নের পাইকপাড়া গ্রামের চরপাড়ায় নাসির বিশ্বাসের মুরগীর খামারের বেতনভুক্ত কর্মচারি একই এলাকার সাদ আহমেদের একমাত্র ছেলে রাজু আহম্মেদ (২৫) একটি টেবিল ফ্যান মেরামতের চেষ্টাকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়।
এদিকে একমাত্র ছেলেকে হারিয়ে বাবা-মা বারবার মুর্ছা যাচ্ছিল।
এ বিষয়ে জানতে আলমডাঙ্গা থানা পুলিশের পরিদর্শক (ওসি) শেখ আব্দুল গণির সঙ্গে যোগাযোগ করা হলে সত্যতা নিশ্চিত করেছেন।