২১ নভেম্বর ২০২৫, ০২:২০ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ঐতিহ্যবাহী কার্পাসডাঙ্গার নতুন ঈদগাহ”র কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার আছরের নামাজের পর নতুন ঈদগাহ মাঠে ঈদগাহের জমিদাতা সৈয়দ আলীর সভাপতিত্বে সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সৈয়দ আলীকে সভাপতি আতিয়ার রহমানকে সাধারণ সম্পাদক এবং আশরাফুজ্জামান ঝিলনকে ক্যাশিয়ার মনোনীত করা হয়।অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআান তেলাওয়াত করেন হাফেজ মেহেদি হাসান।আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন অবঃশিক্ষক গোলাম ইউসুফ, সাবেক ইউপি মেম্বর মুজতবা আলী বকুল,আব্দুল হাকিম,শিক্ষক বিল্লাল হোসেন,জহিরুল ইসলাম,সামসুল হক,ইব্রাহিম খলিল,আঃহাকিম সহ সকল স্তরের সুধীমহল। সঞ্চালনায় ছিলেন আতিয়ার রহমান।আলোচনা সভা শেষে ঈদগাহ ময়দানের মিনার নির্মানের ভিত্তি স্হাপন করা হয়।