২১ নভেম্বর ২০২৫, ০১:২৫ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গায় দু মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত অপর ২ জন মারাত্নক জখম হয়েছে।
সোমবার সন্ধ্যায় চুয়াডাঙ্গা সদর উপজেলার কিরনগাছি মোড়ে গড়াইটুপি ইউনিয়নের গহেরপুর গ্রামের খোকন মন্ডলের ছেলে টুটুল(৩৫)ও
একই উপজেলার শংকরচন্দ্র ইউনিয়নের বহালগাছি গ্রামের তুফান মণ্ডলের ছেলে আবুল হোসেন (৫৬) ও গড়াইটুপি ইউনিয়নের গহেরপুর গ্রামের আহাদ আলীর ছেলে মিলন হোসেন (২৪)’র সাথে মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ বাধে।এসময় মোটরসাইকেলে থাকা তিনজনই রাস্তায় ছিটকে পড়ে মারাত্নক জখম হয়। পরে পথচারীরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক টুটুলকে মৃত ঘোষনা করেন।কর্তব্যরত চিকিৎসক ডা. মেহবুবা মুস্তারি মৌ জানায়, পরিক্ষা-নিরিক্ষার পর টুটুলকে মৃত ঘোষনা করা হয়। বাকি দুজনকে প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতালে ভর্তি করা হয়েছে।চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, দুই মোটরসাইকেলের সংঘর্ষে একজন চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন অপর মোটরসাইকেলের চালকসহ দুজন। নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই রাতে নিহতের পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।