২১ নভেম্বর ২০২৫, ০১:৩০ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার কেশবপুরে মাটিভর্তি ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার সকাল ১০ টার দিকে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার হারদি ইউনিয়নের কেশবপুর গ্রামের মাঠপাড়ার আইনাল হকের ছেলে সামিউল ইসলাম (৬) বাড়ির সামনে বসে খেলা করছিল।এসময় মাটিবাহী একটি ট্রাক্টর দ্রুতগতিতে এসে তাকে চাপা দিলে শিশুটি পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়।
আলমডাঙ্গা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ফরহাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শিশু সামিউল খেলা করছিল। এসময় মাটিভর্তি ট্রাক্টরের চাকায় পিষ্ট হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্থানীয় ইউপি সদস্য মুনছুর আলী বলেন, ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে এক শিশু নিহত হয়েছে। মাটিকাটার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমরা মাছের একটি প্রজেক্টের জন্য মাটি কাটছিলাম। কোন অনুমোদন আছে কিনা জানতে চাইলে বলেন, তিনি বলেন কোন অনুমোদন ছিলনা। পরে কথা হবে বলে মোবাইলের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।