২১ নভেম্বর ২০২৫, ০১:১৪ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার দামুড়হুদায় নতুন মটরসাইকেল কিনে বাড়ি ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে চালকের মৃত্যু হয়েছে।
শুক্রবার বিকেল সাড়ে ৫টায় চুয়াডাঙ্গা-দর্শনা সড়কের উজিরপুর নামক স্থানে একটি চায়ের দোকানের সামনে উপজেলার নাটুদহ ইউনিয়নের খলিশাগাড়ি গ্রামের ইয়াকুব মল্লিকের ছেলে হাসিবুল চুয়াডাঙ্গার আলমডাঙ্গার হাট থেকে পালসার মোটরসাইকেল কিনে বাড়ি ফিরছিল।এসময় পথে নিয়ন্ত্রণ হারিয়ে পিচ রাস্তার উপর পড়ে যায় ও মাথায় প্রচন্ড আঘাত পায়। এলাকা বাসি তাকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে তাকে মুত ঘোষনা করেন।
দামুড়হুদা মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মাহবুবুর রহমান সত্যতা নিশ্চিত করেছে।
তিনি বলেন, আলমডাঙ্গার হাট থেকে পালসার মোটরসাইকেল কিনে বাড়িতে ফিরছিলেন। এসময় উজিরপুর আশরাফুল ইসলামের চায়ের দোকানের মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গুরুতর জখম হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষনা করেন। স্থানীয় ইউপি সদস্য মনিরুল ইসলাম বলেন, আমার গ্রামের হাসাবুল মল্লিক নামের এক যুবক মারা গেছে। শুনেছি মোটরসাইকেল কিনে আসার পথে এদূর্ঘটনা ঘটে।