২১ নভেম্বর ২০২৫, ০১:১৮ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মাহমুদ হাসান রনি,
চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার উথলী আওয়ামীলীগ নেতা ও ইউপি চেয়ারম্যান মোঃ আঃ হান্নান মোটরসাইকেল যোগে পরিষদে যাওয়ার পথে দুর্বৃত্তের ধারালো অস্ত্রের কোপে জখম, হেলিকপ্টরে ঢাকা বক্ষব্যাধী হাসপাতালে প্রেরন করা হয়েছে। মঙ্গলবার বেলা ৯ টায় চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও উথলী ইউপি চেয়ারম্যান মোঃ আঃ হান্নান (৬০)মোটরসাইকেল যোগে সন্তোষপুর নিজবাড়ি হতে উথলী ইউনিয়ন পরিষদে যাচ্ছিল।এসময় সন্তোসপুর মোড় পৌছালে পিছন দিক দিয়ে আসা দুর্বুত্তরা চলন্ত মটরসাইকেল থাকা চেয়ারম্যানের ধারালো অস্ত্র দিয়ে পিঠে কোপ মেরে পালিয়ে যায়। পরে পথচারীরা তাকে রক্তক্ষয়ী অবস্থায় উদ্ধার করে প্রথমে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল পাঠিয়ে দেয়।সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরণের জন্য হেলিকপ্টার ভাড়া করা হয়।পরে হেলিকপ্টার চুয়াডাঙ্গা পুলিশ লাইন্স মাঠে পৌছালে তাকে হেলিকপ্টারে ঢাকার বক্ষব্যাধী হাসপাতালে প্রেরণ করা হয়।