২১ নভেম্বর ২০২৫, ০২:৩৮ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠি সুগন্ধা নদীতে শনিবার ২৫ শে মে বিকেলে জেলা মৎস্য কর্মকর্তা রবিউল ইসলাম এর অভিযানে ২ টি বেহুন্দী জাল ১টি বেড় জাল ৪ টি কারেন্ট জাল ৫০ কেজি গুড়া মাছ ও একটি মাছ ধরার টলার জব্দ করেন।
এ বিষয়ে জেলা মৎস্য কর্মকর্তা রবিউল ইসলাম বলেন মৎস্য সম্পদ রক্ষার অভিযানে প্রায় এক লক্ষ ৬০ হাজার টাকার অবৈধ জাল জব্দ করা হয়। অবৈধ জালগুলো সুগন্ধা নদীর কিনারায় জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয়। জব্দকৃত মাছ ধরার টলারটি ৩০০০ টাকায় নিলামে বিক্রয় করা হয়। মাছগুলো দুটি এতিমখানায় বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজামণ্ডল ভ্রাম্যমান আদালতে ট্রলারের মালিক কে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।
এ সময় উপজেলা মৎস সম্প্রসারণ কর্মকর্তা মো :জিয়াউদ্দিন সহ ঝালকাঠি থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।