২১ নভেম্বর ২০২৫, ০১:৫২ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠিতে সুষ্ঠু ও শান্তিপুর্ণ পরিবেশে উপজেলা পরিষদ নির্বাচন সম্পন্ন করার পরে সাংবাদিকদের মতবিনিময় সভা করেন জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম। বৃহস্পতিবার ২৩ শে মে সন্ধ্যা সাতটায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ।এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল, জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোহাম্মদ আ. ছালেক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রুহুল আমীন, অতিরিক্ত জেলা প্রশাসক (এডিএম) মামুন শিবলী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল।
জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম বলেন আপনাদের সহযোগিতায় অবাধ সুষ্ঠু নিরপেক্ষ একটি নির্বাচন সম্পূর্ণ করতে পেরেছি। সবসময় আপনাদের সহযোগিতা আমাদের প্রয়োজন। রাজাপুর ও কাঠালিয়ায় আগামী ২৯ শে মে উপজেলা পরিষদ নির্বাচন। এই নির্বাচনও আপনাদের সহযোগিতা আমাদের প্রয়োজন আমরা একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন ঝালকাঠিবাসীকে উপহার দিতে চাই আপনারা আমাদের পাশে থেকে সহযোগিতা করবেন।
তিনি আরো বলেন আমার বিরুদ্ধে একটি অপপ্রচার চালানো হচ্ছে আমাকে নাকি বদলি করা হয়েছে বদলির বিষয়ে সম্পূর্ণ গুজব। আমাকে যখন বদলি করা হবে আপনারা সবাই জানতে পারবেন গুজবে কেহ কান দেবেন না।
সরকার যে আমাকে দায়িত্ব দিয়েছে তা আমি সঠিকভাবে পালন করে যাব।