২১ নভেম্বর ২০২৫, ০১:২৪ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ দর্শনাস্থ ওয়েভ ফাউন্ডেশনের কোষাঘাটা গো গ্রীন সেন্টারে অবস্থিত অনফার্ম ট্রেনিং সেন্টারে সংস্থার সমন্বিত কৃষি ইউনিট ভুক্ত মৎস্য্য খাতের আওতাধীন মৎস্য খামারিদের উৎপাদিত মাছ ন্যায্য মূল্যে বিক্রির লক্ষ্যে বাজার সংযোগ কর্মশালা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার সকালে দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হযরত আলীর সভাপতিত্বে কর্মশালার প্রধান অতিথি হিসেবে ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতা। বিশেষ অতিথি হিসেবে ছিলেন দামুড়হুদা উপজেলা মৎস্য কর্মকর্তা রাজিউল ইসলাম ও নারিশ ও ইয়ান গ্রুপের মার্কেটিং অফিসার সৌরভ সিংহ।