২১ নভেম্বর ২০২৫, ১২:৩২ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মাহমুদ হাসান রনি,
চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় স্বামীর মোটরসাইকেলের পিছন থেকে ছিটকে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে স্ত্রীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকাল ৭ টায় চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার বারাদি ইউনিয়নের কাটাভাঙ্গা গ্রামের বাবুল আক্তার তার স্ত্রী মধুমালা(৪৫) কে মোটরসাইকেলে করে বেড়াতে যাচ্ছিল। এসময় পাশ্ববর্তী মুন্সিগঞ্জের সোনাতনপুর সড়কে একটি ট্রাক তাদেরকে ওভারটেক করতে গেলে ট্রাকের পিছনে বেধে মোটরসাইকেল থেকে ছিটকে ট্রাকের চাকায় মধুমালার একটি পা পিষ্ট হয়। পরে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে নেওয়ার প্রস্তুতি কালে দুপুর দেড়টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়োজিত সদর থানা পুলিশের সহকারি উপ-পরিদর্শক (এএসআই) জান্নাত উজ্জ্বল এ তথ্য নিশ্চিত করেছেন।