২১ নভেম্বর ২০২৫, ১২:৩৪ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গায় বাংলাদেশের কম্পট্রোলার এ্যান্ড অডিটর জেনারেল (সিএজি) কার্যালয়ের প্রতিষ্ঠা বার্ষিকী-২০২৪ সেবা কার্যক্রম উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বেলা ১১ টায় জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে বাংলাদেশের কম্পট্রোলার এ্যান্ড অডিটর জেনারেল (সিএজি) কার্যালয়ের প্রতিষ্ঠা বার্ষিকী-২০২৪ এবং তিন দিনব্যাপি (১২-১৪মে) বিশেষ সেবা কার্যক্রমের এ আলোচনা সভার সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গার ডিস্ট্রিক্ট একাউন্ট এ্যান্ড ফিন্যান্স অফিসার মোঃ শহীদ জাকারিয়া। উক্ত আলোচনা সভার প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান, পিপিএম-সেবা।