২১ নভেম্বর ২০২৫, ০৩:৪৩ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠি জেলা তথ্য অফিসের উদ্যোগে প্রান্তিক পর্যায়ে উন্নয়ন প্রচার প্রকল্পের আওতায় আজ ৬ মে সকাল ১১টায় জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার হলরুমে মহিলা সমাবেশের আয়োজন করা হয়। জেলা তথ্য অফিসার মোঃ আহসান কবীর-এর সভাপতিত্বে আয়োজিত মহিলা সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিলারা খানম, উপপরিচালক, মহিলা বিষয়ক অধিদপ্তর, ঝালকাঠি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাছরীন আক্তার, প্রোগ্রাম অফিসার, মহিলা বিষয়ক অধিদপ্তর, ঝালকাঠি। মহিলা সমাবেশে সর্বজনীন পেনশন স্কীম, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ, মাননীয় প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগের ব্রান্ডিং, সরকারের অর্জিত সাফল্য ও উন্নয়ন কর্মকান্ড, সোশ্যাল মিডিয়ার সদ্ব্যবহার, শিশু বিবাহ প্রতিরোধ, পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধ, মাদক প্রতিরোধসহ নানা সামাজিক ইস্যু নিয়ে আলোচনা করা হয়। সমাবেশে প্রায় শতাধিক নারী উপস্থিত থেকে জাতীয় পেনশন স্কীম সম্পর্কে তাদের অভিমত ব্যক্ত করেন।