২১ নভেম্বর ২০২৫, ১২:৩৭ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মাহমুদ হাসান রনি
চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার দামুড়হুদার কার্পাসডাঙ্গা নজরুল স্মৃতি সংসদের সভাপতি ও দর্শনা সরকারি কলেজের বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত সহকারি অধ্যাপক এমএ গফুর ইন্তেকাল করেছেন।
শনিবার সকাল ১০ টায় দর্শনা সরকারী কলেজের সাবেক প্রফেসর ও
কার্পাসডাঙ্গা নজরুল স্মৃতি সংসদের সভাপতি দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের ধান্যঘরা গ্রামের বাসিন্দা প্রফেসর এমএ গফুর(৮৫) নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন।ইন্না.লিল্লাহে ওয়া,, রাজেউন। তিনি ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে দীর্ঘদিন অসুস্থ হয়ে নিজ বাড়িতে চিকিৎসাধীন ছিলেন।তিনি কার্পাসডাঙ্গা ইসলামিয়া ফাযিল মাদ্রাসায় ১৯৭৭ থেকে ১৯৭৯ সাল পর্যন্ত সভাপতির দায়িত্বে ছিলেন। এছাড়া কার্পাসডাঙ্গা গার্লস হাইস্কুলের ১৯৮৪ সালে প্রতিষ্ঠানকালীন সভাপতি ছিলেন। বর্তমানে তিনি কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজের গর্ভনিং বডির দীর্ঘবছর অভিভাবক সদস্য এবং কার্পাসডাঙ্গা নজরুল স্মৃতি সংসদের সভাপতির দায়িত্ব ছাড়াও দামুড়ুহুদা দূর্নীতি দমন কমিশনের সভাপতির দায়িত্বেও ছিলেন।