২১ নভেম্বর ২০২৫, ০৫:৫৫ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম খালেদ হোসেন স্বপনের সাথে কেদারপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১৮ এপ্রিল বৃহস্পতিবার বিকালে উপজেলার কেদারপুর ইউনিয়নের ছানিকেদারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ মনিরুজ্জামান মাস্টারের সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম খালেদ হোসেন স্বপন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ আঃ মান্নান মাস্টার, খন্দকার কামাল হোসেন, সহ দপ্তর সম্পাদক মোঃ মফিজুর রহমান পিন্টু বেপারী, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোসাঃ রিফাত জাহান তাপসী, কেদারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) মোঃ আব্দুস সালাম, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মোঃ হারুন অর রশিদ হাওলাদার, বাবুগঞ্জ উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মোঃ জহিরুল ইসলাম মুরাদ, কেদারপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম মাস্টার, সাবেক ইউপি সদস্য মোঃ জানে আলম প্রমূখ।
কেদারপুর ইউনিয়ন ছাত্রলীগ নেতা মোঃ সবুজ হোসেনের সঞ্চালনায় এছাড়াও বক্তব্য রাখেন ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ মনিরুজ্জামান মাস্টার, আওয়ামী লীগ নেতা মোঃ মিজানুর রহমান খান, যুব লীগের সভাপতি মোঃ সাইফুল বেপারী, আওয়ামী লীগ নেতা মোঃ ফরিদ উদ্দিন হাওলাদার, মোঃ ইউসুফ হাওলাদার, মোঃ মনির মাল প্রমূখ।
বিশেষ সভায় স্থানীয় সমাজসেবক ও আওয়ামীলীগ নেতা মোঃ মিজানুর রহমান খান তার নেতৃত্বে প্রায় ২ শতাধিক নারী পুরুষের একটি মিছিল নিয়ে সভায় অংশ গ্রহণ করেন।