২১ নভেম্বর ২০২৫, ০৪:৪২ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠি জেলার শেখের হাট ইউনিয়নের শিরযূগ গ্রামে ১৫ ই এপ্রিল সোমবার বিকেলে অটোরিকশার ধাক্কায় তানজিনা (৩)নামের এক শিশু মারাত্মক আহত হয় । স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত্যু ঘোষণা করেন। শিশুটি চর ভাটারাকান্দা এলাকার বাহারুল হাওলাদারের মেয়ে।
দুর্ঘটনার পর অটো ড্রাইভার অটোরিকশা ফেলে পালিয়ে গিয়েছে।
খবর পেয়ে ঝালকাঠি সদর থানা পুলিশ হাসপাতাল পরিদর্শন করেন। এ বিষয়ে থানা পুলিশ কর্তৃক আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।