২১ নভেম্বর ২০২৫, ১০:১১ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মাহমুদ হাসান রনি
চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার দর্শনা থানা পুলিশের ৬ কেজি গাঁজা, ইজিবাইকসহ ১ জনকে গ্রেফতার হয়েছে ।
রবিবার রাত সাড়ে১১ টায় চুয়াডাঙ্গার দর্শনা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহার নেতৃত্বে দর্শনা থানার এসআই(নিঃ) মোঃ তারেক হাসান সঙ্গীয় অফিসার ও ফোর্স দর্শনা থানাধীন রাঙ্গিয়ারপোতা গ্রামে অভিযান চালায়।এসময় পাশ্ববর্তী গ্রাম সিংনগর যাওয়ার পথে সন্দেহ একটি ইজিবাইককে গতিরোধ করে। পরে ইজিবাইকে লুকিয়ে রাখা ১লাখ ৮০হাজার টাকার মূল্যের ৬ কেজি গাজা উদ্ধারসহ ইজিবাইক জব্দ করা হয়।এসময় চালক রাঙ্গিয়ারপোতা গ্রামের আঃ কুদ্দুসের ছেলে মোঃ জনি আক্তার (২৪) গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে দর্শনা থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।