২১ নভেম্বর ২০২৫, ০৯:৩৬ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মাহমুদ হাসান রনি
চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার দর্শনা থানা পুলিশের হাতে ২ কেজি গাঁজাসহ ১ ভ্রাম্যমান গাজা ব্যবসায়ী গ্রেফতার হয়েছে।
বুধবার রাত সাড়ে ৯ টায় চুয়াডাঙ্গার দর্শনা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহার নেতৃত্বে দর্শনা থানার এসআই(নিঃ) মোঃ ফাহিম হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে দর্শনার বড় বলদিয়া গ্রামে অভিযান চালায়। এসময় গ্রামের একটি দোকানের সামনে হতে পাশ্ববর্তী ছোটবলদিয়া গ্রামের খোরশেদ মন্ডলের ছেলে মোকারিম মন্ডল(৩৯)কে আটক করে। পরে তার দেহ তল্লাসী করে বিশেষ কায়দায় রাখা ৬০ হাজার টাকা মূল্যের মাদকদ্রব্য ২ কেজি গাঁজা উদ্ধার হয়। এলাকাবাসীর অভিযোগ বড়বলদিয়ায় একটি চক্র নিয়মিত এ কারবার করে থাকে।প্রতিদিন বিভিন্ন স্থান থেকে ছোটবড় গাজা ব্যবসায়ীরা এসে গাজা ক্রয় করে বিভিন্ন স্থানে খুচরা বিক্রি করে থাকে।এদিকে পুলিশ জানায়,
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে রাতেই দর্শনা থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।