২১ নভেম্বর ২০২৫, ০৯:৩৭ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গায় মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও অফিস সহকারীর অনাড়ম্বর বিদায় সংবর্ধনা প্রদান অনুষ্টান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল সাড়ে ১০ টায় জীবননগর উপজেলার উথলী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে বিদায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নওশাদ আলী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের পরিচালনা পর্ষদেরের সভাপতি, বিশিষ্ট সমাজ সেবক মোঃ আব্দুল মান্নান পিল্টু ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উথলী মাধ্যমিক বালিকা বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি সাংবাদিক সালাউদ্দীন কাজল,পিটিএ কমিটির সভাপতি ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোবারক সোহেল আহম্মেদ প্রদীপ।
বিদায় অনুষ্ঠানের আলোচনা শেষে এক অনাড়ম্বর সংবর্ধনা ও উপহার সামগ্রী প্রদান করা হয় বিদায়ী সহকারী প্রধান শিক্ষক মো.আব্দুল হাকিম ও অফিস সহকারী মো.আবুল কালামকে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী শিক্ষক মোঃ অহিদুল হক স্বপন।এসময় বিদ্যালয় পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্য, আমন্ত্রিত অতিথি বৃন্দ, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।