২১ নভেম্বর ২০২৫, ০৪:৪১ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
বি এম মনির হোসেনঃ-
বরিশালের আগৈলঝাড়ায় গৈলা বাজার ব্যবসায়ীদের উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার গৈলা বাজারে সন্ধ্যার পরে বাজার কমিটির সভাপতি ও গৈলা মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শফিকুল হোসেন টিটু তালুকদারের সভাপতিত্বে বার্ষিক ওয়াজ মাহফিলে প্রধান বক্তা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষক, ঢাকার মাদ্রাসা-ই মুহাম্মদিয়া আরাবিয়া ফাজিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল হযরত মাওলানা মুফতী মোঃ মিজানুর রহমান আসলামী, বিশেষ বক্তা ছিলেন পূর্ব সুজনকাঠি গরীবে নেওয়াজ জামে মসজিদের ইমাম ও খতিব আলহাজ্ব হযরত মাওলানা হেদায়েত উল্লাহ, গৈলা বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা মোঃ আব্দুল আউয়াল মোহেববী, সরকারি গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের জামে মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা সৈয়দ মোঃ ইমরান।এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাত, সহ-সভাপতি আব্দুস সাত্তার মোল্লা, সরকারি গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জহিরুল হক, গৈলা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি জাকির হোসেন মানিক মোল্লা, ইউপি সদস্য সৌরভ মোল্লা, ব্যবসায়ী সাহাবুদ্দিন মোল্লা, ঠিকাদার সাজ্জাদ হোসেন মিলু, ইয়াকুব আলী শিল্পী মোল্লা। পরে দেশ ও জাতির কল্যাণে দোয়া মোনাজাত পরিচালনা করেন হজরত মাওলানা মুফতি মোঃ মিজানুর রহমান আসলামী।