২১ নভেম্বর ২০২৫, ০৩:০৭ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গায় “করবো বীমা গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ” প্রতিপাদ্য নিয়ে জাতীয় বীমা দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ১০ টায় বর্ণাঢ্য র্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)মোঃ নাজমুল হামিদ রেজার সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক (রুটিন দায়িত্ব), শারমিন আক্তার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার সোনালী ব্যাংক পিএলসির ডিজিএম মোঃ নাজমুল হক। এসময় চুয়াডাঙ্গার বিভিন্ন বীমা প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে প্রধান অতিথি জাতীয় বীমা দিবস উপলক্ষে আয়োজিত রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন।