২১ নভেম্বর ২০২৫, ০৭:৪৯ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
শহীদুল ইসলাম শহীদ, গাইবান্ধা প্রতিনিধিঃ সুন্দরগঞ্জের বামনডাঙ্গায় ২৮ (ফেব্রুয়ার)বুধবার সকালে দেশব্যাপী বহুল আলোচিত চার পুলিশ হত্যা দিবস পালিত হয়েছে। দিবসের শুরুতে বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্র ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন শহীদ চার পুলিশের বেদীতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। পরে বামনডাঙ্গা নাশকতা প্রতিরোধ কমিটি চার পুলিশ হত্যা বিচারের দাবি ও বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্র পূর্ণাঙ্গ থানায় রূপান্তর করার দাবিতে একটি মিছিল বামনডাঙ্গা বন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় শহীদ মিনারে এসে শেষ হয়। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,মোঃ মজনু হিরো,মোঃ আউয়াল কবীর,শ্রী বিষ্ণু রাম রায়, শহিদুল ইসলাম রানা,মোঃ আজম মিয়া,হাবিব বসুনিয়া প্রমুখ। বক্তারা বলে, দেশব্যাপী আলোড়ন সৃষ্টিকারী বামনডাঙ্গায় চার পুলিশ হত্যার এগারো বছর পেরিয়ে গেলেও বিচারিক কার্যক্রম আজও শেষ হয়নি। তারা আসামিদের দ্রুত বিচারের আওতায় এনে ফাঁসির জোর দাবি জানান। উল্লেখ থাকে যে,২০১৩ সালের আজকের এই দিনে জামায়াত নেতা দেলোয়ার হোসেন সাঈদীর ফাঁসির রায় কে কেন্দ্র করে সারাদেশে জামায়াত শিবির যে নারকীয় তান্ডব চালায়। তারই ধারাবাহিকতায় বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের ভেতরে নিরস্ত্র নিরীহ চার পুলিশকে হত্যা করা হয়।