২১ নভেম্বর ২০২৫, ০২:৫৬ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
ঝালকাঠি প্রতিনিধি :নলছিটির রাসেল মোল্লাকে কুপিয়ে আহত করার ঘটনায় অভিযুক্ত মিলন হাওলাদার, মিরাজ হাওলাদার, মনির হাওলাদার এবং বেল্লালাকে আটক করেছে নলছিটি থানা পুলিশ। বিষয়টি জানিয়েছেন নলছিটি থানার ইন্সপেক্টর তদন্ত মনোরঞ্জন মিস্ত্রি ।
ঝালকাঠি থেকে মঙ্গলবার ২৭ শে ফেব্রুয়ারি দুপুরের দিকে গোপন সংবাদের ভিত্তিতে মিলন হাওলাদার, মিরাজ হাওলাদার পিতা সেলিম হাওলাদার, মনির হাওলাদার পিতা খলিল হাওলাদার এবং বেল্লাল হাওলাদারকে আটক করা হয়ছে বলে জানিয়েছেন ইন্সপেক্টর তদন্ত মনোরঞ্জন মিস্ত্রী।
উল্লেখ্য গত ২০ ফেব্রুয়ারি মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে সিদ্ধকাঠি ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে রাসেল মোল্লাকে কুপিয়ে আহত করেছিল একদল যুবক। সে বর্তমানে বরিশাল শেবাচিম হসপিটালে চিকিৎসাধীন আছেন। এব্যাপারে নলছিটি থানা একটি মামলা দায়ের হয়েছলো। মামলা নম্বর-০৭।