২১ নভেম্বর ২০২৫, ০২:০৬ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
স্টাফ রিপোটার: বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার বাসাইল মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ কাজ করতে গিয়ে। মাটি খুরতে বেরিয়ে আসে মৃত্যু মানুষের হাড়,মাথার খুলি। এ বিষয় টি নিয়ে এলাকায় বিভিন্ন লোকজনের মধ্যে চাঞ্চল্যকর শুরু হলে ওই জায়গার সরজমিনে গিয়ে জানা যায় ঐ জায়গায় ওয়ারিশ মো: মাসুদ হোসেন এবং তার ভাই আহাদুল ইসলাম রানা এবং আরো কয়েকজন, তাদের ভাষ্যমতে তাদের রেকডিও জায়গায় এবং তাদের পূর্বপুরুষের কবরস্থান রয়েছে ওখানে, সেখানে কিভাবে বিদ্যালয় নির্মাণ করা হয়,জমির আপডেট পর্চা দাগ নং ৪২৯৬ /৪৩১৩ তে উল্লেখ আছে আছে জে এটা করব স্থান এর জায়গা। এ বিষয়ে জাগার মালিক গন কোর্টে ১৪৪/৪৫ ধারা মামলা করেছেন এটা স্কুল কমিটি কে জানালে ও তারা জোর পূর্বক কাজ শুরু করে, এ বিষয়ে প্রকৃত জায়গার মালিকগণ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে যাতে তারা সঠিক বিচার পেতে পারে এবং তাদের পূর্বপুরুষের কবরস্থান যাতে অক্ষুণ্ণ থাকে সেই ব্যবস্থা নিতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে