২১ নভেম্বর ২০২৫, ০১:৪০ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার শ্রমিক লীগ কর্মী ও ভাড়ায় চালিত মোটর সাইকেল সমিতির সভাপতি ইমরান হাওলাদারকে হত্যার ঘটনায় তার পিতা রশিদ হাওলাদার বাদী হয়ে
২৫ ফেব্রুয়ারি রবিবার বিকেলে নলছিটি থানায় মামলা দায়ের করেন।
মামলাসূত্রে জানা গেছে, ইমরান হত্যার ঘটনায় তার পিতা রশিদ হাওলাদার ২ জনকে এজাহার নামীয় আসামী উল্লেখ করে এবং অজ্ঞাত ১০/১২ জনসহ মোট ১৪ জনকে আসামী করে মামলা দায়ের করেছেন। উল্লেখ্য গত ২৪ ফেব্রুয়ারী রাত ৮টার দিকে শহর থেকে বাড়ি ফেরার পথে পৌরসভার নান্দিকাঠি এলাকায় সড়কের পাশে তাকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে যায় সন্ত্রাসীরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় পুলিশ একজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। গ্রেপ্তারকৃতের নাম সাইদুল ইসলাম অভি। পিতা মাসুম হাওলাদার। সে পৌরসভার ফেরিঘাট এলাকার বাসিন্দা।
নিহত ইমরানের ভাই রাসেল হাওলাদার জানান, আমার ভাইকে হত্যার উদ্দেশ্যেই তারা এলোপাতাড়ি কুপিয়ে জখম করে ফেলে রেখে যায়। ভাই মারা যাওয়ার আগে আমাদের এলাকার বাসিন্দা ও প্রতিবেশী ইদ্রিস হাওলাদার ও তার ছেলে আলামিন হাওলাদারের নাম বলে গেছে। তারা দুজনসহ আরও কয়েকজন মিলে আমার ভাইকে কুপিয়েছে। এসময় তাদের সাথে আরও যারা ছিল যাদের সে চিনতে পারেনি।
নলছিটি থানার অফিসার ইনচার্জ মো.মুরাদ আলী জানান, শ্রমিক লীগ কর্মী ইমরান হাওলাদার হত্যার ঘটনায় তার পিতা বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। মামলার গ্রহনের পর রাতেই অভিযান চালিয়ে সাইদুল ইসলাম অভি নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামীদের গ্রেপ্তারের জন্য অভিযান চলমান আছে। খুব শীঘ্রই ঘটনার সাথে আরও যারা জরিত আছে তাদেরকেও গ্রেফতার করা হবে।