২১ নভেম্বর ২০২৫, ০২:৫৫ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠি সদরের বিনয়কাঠি ইউনিয়নের সুগন্ধিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সামনে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে আরিফ হাওলাদার পিতা: মৃত আনসার হাওলাদারের মালিকানাধীন মুদি দোকান পুড়ে ছাই হয়ে যায়।
সোমবার ২৬ শে ফেব্রুয়ারি সকাল ৬ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ভুক্তভোগী আরিফ হাওলাদার আগুনে আমার ব্যবসা প্রতিষ্ঠান পুরে সম্পূর্ণ ছাই হয়ে গিয়েছে আমার প্রায় চার লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
এ বিষয়ে ঝালকাঠি ফায়ার সার্ভিসের টিম লিডার শহিদুল ইসলাম বলেন সকাল বেলা ৯৯৯থেকে সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে ছুটে যাই। প্রায় আধাঘন্টা আগুন নিয়ন্ত্রণে কাজ করি । বৈদ্যুতিক শর্ট সার্কিটে আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে প্রায় চার লক্ষ টাকার ক্ষতি হয়েছে। আশেপাশে দোকানগুলো থেকে আমরা প্রায় ৫ লক্ষ টাকার মালামাল উদ্ধার করি।