২১ নভেম্বর ২০২৫, ০২:৩৫ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠি জেলা শহরস্থ কাঠপট্টি এলাকায় জেলা জেএসডি’র সভাপতি মোঃ সোহরাব হোসেনের বাসভবনে জেলা জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) এর উদ্যোগে সাংগঠনিক কার্যক্রমে গতিশীলতা আনায়নের লক্ষ্যে বৃহস্পতিবার বিকেলে প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, সাধারণ সম্পাদক, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), কেন্দ্রীয় কমিটি এবং সভায় সভাপতিত্ব করেন মোঃ সোহরাব হোসেন, সভাপতি, জেলা জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), ঝালকাঠি।
এ সময় কেন্দ্রীয় নেতৃবৃন্দ দলের সাংগঠনিক কার্যক্রমে গতিশীলতা আনয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। সভার শেষভাগে মোঃ সোহরাব হোসেন ও মোঃ আব্দুস সোবহান মাষ্টার’কে যথাক্রমে আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়ক করে ঝালকাঠি জেলা শাখা’র ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়। আহবায়ক আগামী ৩ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেয়া হয়েছে।