২১ নভেম্বর ২০২৫, ০৫:২৭ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মাহমুদ হাসান রনি চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার জীবননগরের মাঠ থেকে নিখোজ যুবকের মরদেহ উদ্ধার হয়েছে।
বুধবার সকাল ৮ টায় জীবননগর উপজেলার সন্তোষপুর কাবলেরচারা নামক মাঠের মধ্যে সন্তোসপুর গ্রামের আবুল কাশেমের ছেলে ফজলু খা(২৭)’র পড়ে থাকতে দেখে পথচারীরা তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এদিকে নিহতের পরিবার জানায়,নিহতের সাথে থাকা একই গ্রামের তার ফুফাতো ভাই জব্বার আলী নিখোঁজ রয়েছে। আগের দিন তারা একসাথে বাড়ি হতে বের হয়েছিল।জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম জাবীদ হাসান বলেন, সন্তোষপুর ও ধোপাখালী গ্রামের মধ্যবর্তী কাবলের চারা মাঠের মধ্যে যুবকের মরদেহ হাসপাতালে নিয়ে আসা হয়েছে শুনে হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।পরে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছ।
মৃত্যুর রহস্য উদ্ঘাটন ও নিখোজ যুবকের খোজে তদন্ত শুরু করা হয়েছে।