২১ নভেম্বর ২০২৫, ০৫:২০ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গায় বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক উপজেলা ভূমি অফিসে কর্মচারীর মৃত্যু হয়েছে। এ সময় অপর সঙ্গী আহত হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার বন্ডবিল গেট এলাকা দিয়ে প্রতিদিনের মত তানবীর আজিজ(৩০) তার মোটরসাইকেল নিয়ে চুয়াডাঙ্গা থেকে আলমডাঙ্গায় ভূমি অফিসে যাচ্ছিলেন। পথিমধ্যে বন্ডবিল মোড়ে পৌচারে একটি দ্রুত গতির বাসের সঙ্গে ধাক্কা লাগে। এতে তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন। তার মোটরসাইকেল বাসের নিচে পড়ে প্রায় ১০০ ফুট ভিতরে চলে যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজে পাঠান। সেখান থেকে ঢাকায় পাঠালে পথে তানবীরের মৃত্যু হয়।
নিহত তানবীর চুয়াডাঙ্গা পৌরএলাকার বাস টার্মিনাল পাড়ার বাসিন্দা। তিনি আলমডাঙ্গা উপজেলা ভূমি অফিসে মিউটেশন কাম-সার্টিফিকেট সহকারী পদে কর্মরত ছিলেন।আলমডাঙ্গা থানার উপ-পরিদর্শক দেবাশীষ মন্ডল জানান, বাসের চালক পালিয়ে গেছে এবং বাসটি আটক করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।