২১ নভেম্বর ২০২৫, ১২:২০ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠি পৌর এলাকার কৃষ্ণকাঠি তালুকদার ফিলিং স্টেশনের সামনে থেকে শনিবার ১৭ই জানুয়ারি ভোর ছয়টার দিকে ডিবি পুলিশের অভিযানে চার কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি ) ।আটককৃত মাদক ব্যবসায়ী ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলা কানুনিয়া গ্রামের মোঃ জামাল হাওলাদারের ছেলে আসিফ হাওলাদার।
এ বিষয়ে ঝালকাঠি জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)র অফিসার ইনচার্জ ওসি মনিরুজ্জামান দৈনিক দুরযাত্রাকে বলেন
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চার কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী আসিফ হাওলাদারকে গ্রেফতার করা হয়। আসিফ হাওলাদারের বিরুদ্ধে মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে। মাদক নির্মূলে আমাদের অভিযান অব্যাহত থাকবে।