২১ নভেম্বর ২০২৫, ০১:১০ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠিতে পৌরশহরের কবিরাজ বাড়ি এলাকা থেকে শুক্রবার ১৬ ই জানুয়ারি বিকেলে ডিবি পুলিশের অভিযানে ৩০১ টি জাল নোট উদ্ধার এক নারী সহ আটক হয়েছে ২ জন।
তাদের কাজ থেকে দুই লক্ষ ছিয়ানব্বই হাজার উদ্ধার করা হয়েছে।
আটকৃতরা হলো পিরোজপুর জেলার ভান্ডারিয়া থানার গৌরীপুর এলাকার আল আমিন হাওলাদারের স্ত্রী নুপুর বেগম ও ঝালকাঠি সদরের পোনাবালিয়া ইউনিয়নের দেউরী গ্রামের ওয়াজেদ আলী খলিফার ছেলে জসিম খলিফা।
এবিষয়ে ঝালকাঠি জেলা গোয়েন্দা পুলিশের অফিসার্স ইন চার্জ (ওসি)মনিরুজ্জামান দৈনিক দূরযাত্রার বলেন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এক নারী সহ দুই জনকে ৩০১টি জাল নোট সহ আটক করা হয়েছে।আটককৃত আসামিদের বিরুদ্ধে ঝালকাঠি সদর থানায় মামলা দায়ের করা হয়েছে মামলা নম্বর ১২