২১ নভেম্বর ২০২৫, ১২:০৩ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের ক্রাইম ডেক্স : বরিশালের উজিরপুর উপজেলায় ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. শফিকুল ইসলাম লিমন খানকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে ওই উপজেলার শিকারপুর ইউনিয়নের বরতা গ্রাম থেকে তাকে গ্রেফতার করে উজিরপুর থানার একটি বিশেষ দল। গ্রেফতার লিমন বরতা গ্রামের মো. মোশারফ খাঁনের ছেলে।
গ্রেফতার অভিযানে নেতৃত্বদানকারী উজিরপুর থানার উপ-পরিদর্শক মো. রাকিবুল ইসলাম জানান, ২০২০ সালে একটি মামলায় (জিআর ১৬০) আদালত মো. শফিকুল ইসলাম লিমন খানকে ৩ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমান করেন। এর আগে থেকেই পালিয়ে বেড়াচ্ছিলো সে।
গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার রাতে বরতা গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। উজিরপুর মডেল থানার ওসি মো. জাফর আহমেদ জানান, গ্রেফতারকৃত সাজাপ্রাপ্ত আসামি শফিকুল ইসলাম লিমন খানকে বুধবার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।