২১ নভেম্বর ২০২৫, ১২:১৯ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার দক্ষিণ তাঁরাবুনিয়া এলাকায় বুধবার ৭ ই জানুয়ারি বাজার তদারকিমূলক অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯ এর বিভিন্ন ধারা লঙ্ঘনের অপরাধে সততা মুড়ির মালিক কে ৬০হাজার টাকা ও ভাইভাই মুড়ির মালিক কে ১৫ হাজার টাকা সহ ২ টি মুড়ি কারখানার মালিক কে ৭৫,০০০/- টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
এবিষয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঝালকাঠি জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সাফিয়া সুলতানা বলেন
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মহোদয়ের অর্পিত ক্ষমতা বলে এবং জেলা প্রশাসক ঝালকাঠি মহোদয়ের নির্দেশনায় অভিযান পরিচালনা করা হয়।
সার্বিক কার্যক্রমে সহযোগিতা করেন আনসার ব্যাটেলিয়ন ২২ এর একটি চৌকস টিম। অভিযান চলাকালে স্থানীয় নাগরিকদের মাঝে ভোক্তা-অধিকার আইন সংক্রান্ত লিফলেট ও প্যাম্ফলেট বিতরণ করা হয় এবং প্রয়োজনীয় নিদের্শনা প্রদান করা হয়। জনস্বার্থে বাজার তদারকিমূলক অভিযান অব্যাহত থাকবে।