২১ নভেম্বর ২০২৫, ০৪:২০ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার দর্শনা থানা পুলিশ মাদক বিরোধী বিশেষ অভিযানে দর্শনা রেলবাজার হতে ১শ২০ লিটার চোলাই মদসহ বিক্রেতা জয়দেব কে গ্রেফতার করেছে।
সোমবার বেলা ১১ টায় দর্শনা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহা সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা মনোরঞ্জন মার্কেটের পিছনে এক অভিযান চালায়। এসময় দর্শনা পৌর এলাকার আজমপুর গ্রামের মৃত মুরালী মোহন বিশ্বাসের ছেলে জয়দেব কুমার (৪৮)কে একটি গলি থেকে মদ সহ গ্রেফতার করে।পুলিশ জানায়,জয়দেব এসময় ঢম ভর্তি মদ অন্যত্র পাঠানোর চেষ্টা করছিল।তার বিরুদ্ধে দর্শনা থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।