২১ নভেম্বর ২০২৫, ০৪:২৪ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
খুলনা থেকে নিজস্ব প্রতিবেদক ইমরান জামান কাজল।
অদ্য ৩০ জানুয়ারি ২০২৪ খ্রিঃ সকাল ০৬:৩০ ঘটিকার সময় সোনাডাঙ্গা মডেল থানা পুলিশের একটি চৌকস টিম কর্তৃক আধুনিক তথ্য প্রযুক্তির সহায়তায় উক্ত থানাধীন ছোট বয়রা ফয়েজ উদ্দিন স্কুলের পিছন হতে তদন্তে প্রাপ্ত আসামী ০১) হাবিবুর রহমান ওরফে সবুজ(৩২), পিতা-হায়দার আলী, সাং-মহেশ্বরপাশা, দিঘির পশ্চিমপাড়, ফুলবাড়ী গেট, থানা-দৌলতপুর, এ/পি সাং-ছোট বয়রা ফয়েজ উদ্দিন স্কুলের পিছনে, মার্কেট রোড, থানা-সোনাডাঙ্গা মডেল, খুলনা মহানগরীকে গ্রেফতার করা হয়েছে।
অত:পর মামলার তদন্তকারী কর্মকর্তা আসামী হাবিবুর রহমান ওরফে সবুজের ফৌজদারি কার্যবিধি ১৬৪ ধারা মোতাবেক স্বতস্ফূর্তভাবে দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি শেষে যথানিয়মে বিজ্ঞ আদালতে সোপর্দ করে।
উল্লেখ্য যে, ২৩ জানুয়ারি ২০২৪ খ্রিঃ সন্ধ্যা অনুমান ০৬.৫০ ঘটিকার সময় সোনাডাঙ্গা মডেল, থানাধীন ৩১ কেডিএ এভিনিউ রোডস্থ আহসানউল্লাহ কলেজের মেইন গেটের সামনে পাকা রাস্তার উপর ভিকটিম ০১) সাদিকুর রহমান রানা @ বিহারী রানা(৩৬), পিতা-মোঃ ইসলাম শেখ, সাং-২০ নং দেবেন বাবু রোড, থানা-সোনাডাঙ্গা মডেল, খুলনা মহানগরী
এবং ভিকটিম ০২) মোঃ জাহিদ হাসান পলাশ(৩৬), পিতা-মতলেব শেখ, সাং-৩৫৪ শেরে বাংলা রোড, থানা-সোনাডাঙ্গা মডেল, খুলনা মহানগরী পৌঁছাইলে অজ্ঞাতনামা আসামীরা পূর্ব শত্রুতার জের ধরে ভিকটিমদের কে হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি আগ্নেয়াস্ত্র দ্বারা গুলি করে।
আগ্নেয়াস্ত্রের গুলিতে ভিকটিম সাদিকুর রহমান রানা @বিহারী রানা ও তার বন্ধু মোঃ জাহিদ হাসান পলাশ গুলিবিদ্ধ হয়ে গুরুতর রক্তাক্ত জখমপ্রাপ্ত হয়। তখন উপস্থিত আশেপাশের লোকজন তাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল, খুলনার জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত ০৭:৪৫ ঘটিকায় সাদিকুর রহমান রানা @ বিহারী রানা‘কে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে সোনাডাঙ্গা ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা যায় যে, এই ১৬৪ এর জবানবন্দি দেয়া আসামি এক নং আসামী,পূর্ব শত্রুতা জের ধরে উক্ত ঘটনাটি সম্পন্ন করে।উক্ত আসামির নিকট থেকে ১৬৪ ধারায় জবানবন্দী নিতে সময় বিলম্ব হওয়াযর কারণে, আসামিকে৩১ শে জানুয়ারি ইংরেজি তারিখ সকাল ১২ টায় কোর্টের সোপর্দ করা হয়।এবং সেখানে তাকে বিজ্ঞ মহানগর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এর সম্মুখে উপস্থিত পূর্বক ১৬৪ ধারা জবানবন্দীতে উক্ত আসামী তার দোষ স্বীকারপূর্বক উক্ত জবানবন্দীতে স্বাক্ষর সম্পাদন করে।
এই প্রেক্ষিতে হত্যা মামলার বাদী হাবিবা রানু (৩০) এর এজাহারনামীয় ১০ জন সহ অজ্ঞাতনামা ৪/৫ জন আসামীদের বিরুদ্ধে এজাহার দায়ের করেন। এ সংক্রান্তে সোনাডাঙ্গা মডেল থানার মামলা নং-১৭, তারিখ-২৪/০১/২০২৪ খ্রিঃ, ধারা-৩০২/৩০৭/৩২৬/৩৪ পেনাল কোড রুজু হয়।