২১ নভেম্বর ২০২৫, ১০:৫৪ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
বি এম মনির হোসেনঃ-
বিভিন্ন সংবাদ মাদ্যমে সংবাদ প্রকাশের পর দুই বছর যাবত শিকল বন্দি বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের সালতা গ্রামের চার সন্তানের জননী নাজমা আক্তারের বাড়িতে গিয়ে সুচিকিৎসার প্রতিশ্রুতি দিয়েছেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু আবদুল্লাহ খান।সোমবার বিকেলে গৃহবধুর বাড়িতে গিয়ে শিকল বন্দি গৃহবধুর সার্বিক অবস্থা পর্যবেক্ষন করেন ইউএনও। এ সময় গৃহবধুর পরিবারের সদস্যদের সাথে কতঅ বলে সরকারি কিংবা যেকোন উপায়ে মানসিক ভারসাম্যহীন নাজমাকে সুচিকিৎসা দিয়ে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার কথা ব্যক্ত করেন। উল্লেখ্য তিন বছর পূর্বে স্বামীর মৃত্যুর শোক সইতে না পেরে মানসিক রোগে আক্রান্ত হয়ে পরেন গৃহবধু নাজমা। অর্থাভাবে বিনা চিকিৎসায় গত দুই বছর যাবত শিকল বন্দি হয়েই দিন কাটছে তার।