২১ নভেম্বর ২০২৫, ০৫:২৭ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
শফিকুল ইসলাম দিনাজপুর জেলা প্রতিনিধিঃ
দিনাজপুর জেলার বিরামপুর উপজেলাধীন খানপুর ইউনিয়নের চড়াইভিটা গ্রামের মোঃ আশরাফুল ইসলাম ইউপি সদস্য এর তফশিল ভুক্ত জমিতে থাকা ও রাস্তার ১৬টি ইউক্যালিপট্রাস গাছ ১৯ তারিখে সকাল ৯ ঘটিকার সময় উক্ত চড়াইভিটা গ্রামের মোঃ মোজাম্মেল হোসেন,(৫২) পিতা মৃত তমেজউদ্দিন, মোঃ তুহিন বাবু (২৮)মোঃ তারেক হোসেন (২৫) উভয় পিতা মোঃ মোজাম্মেল হোসেন সহ আরো অজ্ঞাত ৪/৫ জন ব্যক্তিকে সঙ্গে নিয়ে গাছগুলো কেটে ফেলেন। ইউপি সদস্য মোঃ আশরাফুল ইসলাম সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে গাছ কাটার কারন জানতে চাইলে অভিযুক্ত ব্যক্তিগন ইউপি সদস্য আশরাফুল ইসলাম কে কোনো কারন না জানিয়ে তার উপর ক্ষিপ্ত হয়ে ওঠেন। স্থানীয় লোকজন ইউপি সদস্য আশরাফুল ইসলাম কে তাদের নিকট হতে রক্ষা করে সরে নিয়ে আসেন। ইউপি সদস্য গাছকাটার ঘটনাটি তাৎক্ষণিকভাবে ইউপি চেয়ারম্যান সাহেবকে অবহিত করলে ইউপি চেয়ারম্যান সাহেব থানায় অভিযোগ করার পরামর্শ দেন। ইউপি সদস্য দ্রুত বিরামপুর থানায় গিয়ে লিখিত অভিযোগ প্রদান করলে থানা পুলিশ ঘটনাস্থল তদন্তে জান এবং ঘটনার সত্যতা নিশ্চিত করে অভিযুক্ত ব্যক্তিদ্বয়কে বাঁকি গাছ না কাটতে নির্দেশ দিয়ে আসেন। বিসয়টি নিয়ে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। ইউপি সদস্য আশরাফুল ইসলামের সঙ্গে কথা বললে তিনি বলেন, গাছ কাটা ও আমাকে মারতে উদ্দোত হওয়ার ঘটনা নিয়ে আমি আদালতে মামলা করার প্রস্তুতি নিচ্ছি।