২১ নভেম্বর ২০২৫, ০৩:০৬ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
খুলনা থেকে নিজস্ব প্রতিবেদক ইমরান জামান কাজল।
গত ১৮ জানুয়ারি ২০২৪ খ্রিঃ তারিখ ১৮.১০ ঘটিকার সময় লবণচরা থানা পুলিশের একটি চৌকস টিম কর্তৃক উক্ত থানাধীন সাচিবুনিয়া বিশ্বরোড মোড়স্থ নয়ন টেলিকমের সামনে রাস্তার উপর হতে টাকা জাল চক্রের সক্রিয় সদস্য ১) মোঃ মহসিন আলী(৫০), পিতা-মোঃ সেকেন্দার আলী, সাং-উত্তর রমজানপুর, থানা-কালকিনি, জেলা-মাদারীপুর এ/পি সং-হায়দারাবাদ, থানা-পূবাইল, জেলা-গাজীপুর’কে ৪,৬১,০০০/-(চার লক্ষ একষট্টি হাজার) কথিত জাল টাকাসহ গ্রেফতার করা হয়েছে। এ সংক্রান্তে গ্রেফতারকৃত টাকা জাল চক্রের সক্রিয় সদস্যের বিরুদ্ধে লবণচরা থানার মামলা নং-১৬, তারিখ-১৮/০১/২০২৪ খ্রিঃ, ধারা-১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের ২৫ক(খ)২৫ঘ রুজু করা হয়েছে।