২১ নভেম্বর ২০২৫, ০৩:০৫ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ দামুড়হুদায় ডিবি পুলিশ ৩৬ বোতল ফেন্সিডিলসহ এক চোরাকারবারি গ্রেফতার করেছে।
মঙ্গলবার রাত সাড়ে ৯ টায় গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা শাখার ওসি মোঃ ফেরদৌস ওয়াহিদের নেতৃত্বে এসআই (নিঃ) সুমন্ত বিশ্বাসসহ সঙ্গীয় ফোর্স দামুড়হুদার মোক্তারপুর গ্রামে এক অভিযান চালায়।এসময় গ্রামের একটি স্কুলের সামনে হতে একই এলাকার হাতিভাঙ্গা গ্রামের রতন আলীর ছেলে মোঃ তহির উদ্দিন(৪৮)কে গ্রেফতার করে। পরে তার দেহ তল্লাসী করে ৩৬ বোতল ভারতীয় আমদানি নিষিদ্ধ ফেন্সিডিল উদ্ধার হয়।
পরে গ্রেফতারকৃত আসামীকে দামুড়হুদা থানায় সোপর্দ করে তার বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।