২১ নভেম্বর ২০২৫, ০১:৪৯ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
কেএমপির মাদকবিরোধী অভিযানে ২ মাদক কারবারি আট
খুলনা থেকে জেলা প্রতিনিধি সাংবাদিক ইমরান জামান কাজল।
গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদক কারবারি ১) মোঃ বিল্লাল বেপারী(২৫), পিতা-জাকির হোসেন, সাং-হাটবাটী, থানা-বটিয়াঘাটা, জেলা-খুলনা এবং
২) গোলাম মোস্তফা রনি(২২), পিতা-মৃত: বিল্লাল ফকির, সাং-বুড়ি গাংনি, থানা-মোল্লারহাট, জেলা-বাগেরহাট, এ/পি সাং-তৈয়বা কলোনী, থানা-খালিশপুর, খুলনা। মহানগরীর লবণচরা ও খালিশপুর থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে।
উপরোক্ত মাদক কারবারিদ্বয়ের নিকট হতে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক কারবারিদ্বয়ের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ০২ টি মামলা রুজু করা হয়েছে।