২১ নভেম্বর ২০২৫, ১০:৪৭ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
.
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন দরজায় কড়া নাড়ছে। রাত পোহালেই ভোট। এ নির্বাচনে বানারীপাড়ার চার বারের জননন্দিত উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব গোলাম ফারুক এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানার ক্যারিশম্যাটিক নেতৃত্বগুনে নৌকার পালে হাওয়া লেগে বরিশাল-২ আসনে ১৪ দলীয় জোটের প্রার্থী ওয়ার্কার্সপার্টির সভাপতি আলহাজ্ব রাশেদ খান মেনন বিজয়ের দ্বারপ্রান্তে রয়েছেন। শুরুতে নৌকার সঙ্গে শেরে বাংলার দৌহিত্র স্বতন্ত্র প্রার্থী ও আওয়ামী লীগ নেতা একে ফাইয়াজুল হক রাজুর ঈগল প্রতীকের হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া গেলেও দিন যত ঘনিয়ে আসে নৌকার পালে তত হাওয়া লেগে যায়। দক্ষ সংগঠক ও নির্বাচনী পলিসি মেকার ফারুক-সানার দূরদর্শি নেতৃত্বে বানারীপাড়া উপজেলায় নির্বাচনের পুরো মাঠ নৌকার দখলে চলে যায়। প্রতীক বরাদ্দের পর থেকে জনবান্ধব ও কর্মীবান্ধব নেতা গোলাম ফারুক ও মাওলাদ হোসেন সানার নেতৃত্বে আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা একাট্টা হয়ে শীতের কুয়াশাভেজা কাকডাকা ভোর থেকে গভীর রাত পর্যন্ত বিরামহীন প্রচার-প্রচারণা,গণসংযোগ,ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সরকারের অভূতপূর্ব উন্নয়নের ফিরিস্তি তুলে ধরে ও নতুন করে উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিয়ে ভোট প্রার্থনা করেন। একইভাবে উজিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম জামাল হোসেন,সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আ. মজিদ সিকদার বাচ্চু এবং সাধারণ সম্পাদক ও উজিরপুর পৌর মেয়র গিয়াস উদ্দিনের নেতৃত্বে নেতা-কমীদের রাত-দিন একাকার করে বিরামহীন প্রচার-প্রচারণায় উজিরপুর উপজেলার নির্বাচনী মাঠও নৌকার দখলে রয়েছে। এছাড়াও বঙ্গবন্ধুর ভাগ্নে বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ্ ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুসেরও বিশেষ ভূমিকা রয়েছে বরিশাল-২ আসনে নৌকার পালে এ হাওয়া লাগার পিছনে। ফলে বানারীপাড়া ও উজিরপুরে এখন নৌকার জয়জয়কার অবস্থার সৃষ্টি হয়েছে। এ আসনে অপর প্রার্থীরা হলেন,কৃষক শ্রমিক জনতা লীগের গামছা প্রতীকের প্রার্থী সঙ্গীত শিল্পি নকুল কুমার বিশ্বাস, তৃনমূল বিএনপির সোনালী আঁশ প্রতীকের প্রার্থী শাহজাহান সিরাজ ও এনপিপির আম প্রতীকের প্রার্থী সাহেব আলী রনি। প্রসঙ্গত,বরিশাল-২ আসনে মোট ভোটার তিন লাখ ৫৮ হাজার ২৪৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ ৮২ হাজার তিনশত ৬৮, আর নারী ভোটার এক লাখ ৭৫ হাজার আটশ’ ৭৭ জন। মোট কেন্দ্র সংখ্যা ১৩৭টি। এর মধ্যে বানারীপাড়ায় ৫৩ ও উজিরপুরে ৮৪টি কেন্দ্র। ###