২১ নভেম্বর ২০২৫, ১১:০৫ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
স্ত্রীকে নির্যাতনের মামলায় বরগুনার শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রবিউল হত্যা মামলায় নিরপরাধদের জড়ানোর অভিযোগে বাবুগঞ্জে বিএনপি’র একাংশের সংবাদ সম্মেলন বাবুগঞ্জের ছাত্রদল নেতার খুনিদের গ্রেপ্তার পরবর্তী দৃষ্টান্ত ফাঁসির দাবিতে বিক্ষোভ চুয়াডাঙ্গায় ৩ তক্ষকসহ গ্রেফতার ১জন বাবুগঞ্জ এলজিইডি’র এলসিএস কমিউনিটি অর্গানাইজার সানজিদার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও হয়রানির অভিযোগ জোটের চাপ নাকি অভ্যন্তরীণ কোন্দল? বরিশাল -৩ আসনে এখনো প্রার্থী চূড়ান্ত করতে পারেনি বিএনপি। ভোটারদের মাঝে ‘ভিআইপি চমক’-এর গুঞ্জন বাবুগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এর ৫০ বছর পূর্তীতে ঝালকাঠি জেলা জাসাসের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বাংলাবান্ধায় ভারসাম্যহীন নারী গণধর্ষণেন শিকার চার ধর্ষক আটক বাবুগঞ্জে ছাত্রদল নেতা হত্যাকাণ্ড: ২১ জনের নামে মামলা!
আগৈলঝাড়ায় আইন শৃংখলা বাহিনী মোতায়েন নির্বিঘ্নে ভোট প্রদানের সকল প্রস্তুতি সম্পন্ন

আগৈলঝাড়ায় আইন শৃংখলা বাহিনী মোতায়েন নির্বিঘ্নে ভোট প্রদানের সকল প্রস্তুতি সম্পন্ন

বি এম মনির হোসেনঃ-

আনন্দ মুখর উৎসব পরিবেশে ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদের ভোট গ্রহনের জন্য বরিশাল-১ আসনের আগৈলঝাড়া উপজেলার ৬০টি ভোট কেন্দ্রে শনিবার পাঠানো হবে নির্বাচনী বিভিন্ন সরঞ্জাম। তবে ব্যালট পেপার পাঠানো হবে ৭ জানুয়ারী রবিবার সকালে।
জেলা পুলিশ সদস্যদের নির্বাচনী কাজে করণীয় বিষয়ে ব্রিফিংএর পর পুলিশ সদস্যদের নিরাপত্তায় প্রিসাইডিং অফিসারগন বিভিন্ন সরঞ্জাম নিয়ে পৌছাবেন ভোট কেন্দ্রগুলোতে। উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার ফারিহা তানজিন ও উপজেলা নির্বাচন অফিসার মোঃ আবু বকর সিদ্দিক জানান, সুষ্ঠ ভোট গ্রহনের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। উপজেলার পাঁচটি ইউনিয়নে ৬৬৩৪৭ জন পুরুষ ভোটার এবং ৬৫৫০৫ জন মহিলা ভোটারসহ মোট ভোটার সংখ্যা ১৩১৮৫২জন। গৌরনদী উপজেলায় ভোটার সংখ্যা ১৭২৪৫১জন। বরিশাল-১ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৪৩ হাজার ৩জন। উপজেলার পাঁচটি ইউনিয়নে মোট ৬০টি ভোট কেন্দ্রের মধ্যে ১২টি ভোট কেন্দ্রকে গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে তালিকাভুক্ত করেছে নির্বাচন কমিশন। এরমধ্যে রাজিহার ইউনিয়নে ৪টি, রত্নপুর ইউনিয়নে ৩টি, গৈলা ইউনিয়নে ১টি ও বাগধা ইউনিয়নে ৪টি ভোট কেন্দ্র রয়েছে।সহকারী রিটার্নিং অফিসার জানান, অবাধ, সুষ্ঠ ও সকলের অংশগ্রহন মুলক গ্রহনযোগ্য ভোট গ্রহনের জন্য আইন শৃংখলা বাহিনীর সদস্যদের নিরপেক্ষ থেকে কাজ করতে বলা হয়েছে। ভোটের দিন নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে ভোট কেন্দ্রগুলো। উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার ছাড়াও উপজেলায় অতিরিক্তি দুই জন ম্যাজিষ্ট্রেট দায়িত্বে নিয়োজিত রয়েছেন। ইতোমধ্যেই সেনাবাহিনীর এক প্লাটুন সদস্য, বিজিবি’র দুই প্লাটুন সদস্য, অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে র‌্যাবের ১৯ সদস্যর ইউনিট দল ষ্ট্রাইকিং ফোর্স হিসেবে মাঠে কাজ করছেন।র‌্যাব সদস্যরা গত ২৮ ডিসেম্বর থেকে কাজ শুরু করে ভোটের পর ১০ জানুয়ারি পর্যন্ত মাঠে কাজ করবেন। ভোটের দিন কেন্দ্র গুলোতে নিয়োজিত থাকবে ১২জন আসনার সদস্য ও দুইজন পুলিশ সদস্য। সাদা পোশাকে থাকবে বিভিন্ন আইন শৃংখলা বাহিনীর সদস্যরা। আইন শৃংখলা বাহিনীর সদস্যরা স্ট্রাইকিং ফোর্স হিসেবে এলাকায় আইন-শৃংখলা রক্ষায় কাজ করবেন। আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আলম চাঁদ দৈনিক আজকের ক্রাইম নিউজ এর প্রতিনিধি বি এম মনির হোসেনকে বলেন অবাধ, সুষ্ঠ ও সকলের অংশগ্রহন মুলক নির্বাচনে ভোট গ্রহনের জন্য আইন শৃংখলা বাহিনীর সদস্যরা নিরপেক্ষ থেকে সার্বিক কাজ করবেন।সহকারী রিটার্নিং অফিসার ফারিহা তানজিন আরও বলেন নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। পর্যাপ্ত আইন শৃংখলা বাহিনীর সদস্যরা সকল জনগনের নিরাপত্তায় নিয়োজিত থেকে নির্বিঘ্নে ভোট গ্রহনে দায়িত্ব পালন করবে। নির্বাচন মনিটরিং করতে উপজেলায় খোলা হয়েছে নিয়ন্ত্রণ কক্ষ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019