২০ নভেম্বর ২০২৫, ১০:৩৫ অপরাহ্ন, ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, বৃহস্পতিবার, ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের ক্রাইম ডেক্স ॥ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আর বাকি দুদিন। শেষ মুহূর্তে বরিশালে নির্বাচনী প্রচার জমে উঠেছে পুরোদমে। এর মধ্যে বরিশাল– ৫ (সদর) আসনের নির্বাচনের মাঠে এসেছে নতুন চমক। এ আসনের স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের সালাউদ্দিন রিপনকে সমর্থন দিয়েছে বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ অনুসারীরা।
বৃহস্পতিবার বিকেলে বরিশাল নগরীর বিএম স্কুল মাঠে ট্রাক প্রতীকের প্রার্থী সালাউদ্দিন রিপনের এক নির্বাচনী জনসভায় সমর্থন জানান সাদিক অনুসারী মাহবুব উদ্দিন আহমেদ বীর বিক্রম। রিপনকে বিজয়ী করতে তাঁর পাশে থেকে সকল সহযোগিতার আশ্বাস দেন তিনি। এসময় সাদিক অনুসারী বরিশাল মহানগর আওয়ামী লীগ, শ্রমিক লীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।
সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ দলীয় মনোনয়ন বঞ্চিত হলে পরে তিনি স্বতন্ত্র ঈগল প্রতীক নিয়ে নির্বাচনে দাঁড়ান। কিন্তু দ্বৈত নাগরিকত্বের কারণে তাঁর মনোনয়ন বাতিল হয়ে যায়।
বরিশাল সদর আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীক নিয়ে লড়ছেন বর্তমান সংসদ সদস্য ও পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম।
বৃহস্পতিবার সভায় মাহবুব উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেন, ‘আগামী ৭ জানুয়ারির নির্বাচনে সালাউদ্দিন রিপনকে বিপুল ভোটে বিজয়ী করতে হবে। সালাউদ্দিন রিপন নির্বাচিত হলে শেখ হাসিনার হাত শক্তিশালী হবে। কেউ ভয়ভীতি দেখালে তাকে দাঁতভাঙা জবাব দেওয়া হবে। তাই ৭ তারিখের নির্বাচনে সকলকে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানাই।’
সভায় ট্রাক প্রতীকের প্রার্থী সালাউদ্দিন রিপন বলেন, ‘বরিশালকে একটি আধুনিক বরিশাল গড়ে তুলতে চাই। সকলকে নিয়ে কাজ করতে চাই। নিজেকে জনগণের সেবায় নিয়োজিত করতে চাই।’
৭ জানুয়ারির নির্বাচনে ট্রাকে ভোট দেওয়ার আহ্বান জানান সালাউদ্দিন রিপন।