২১ নভেম্বর ২০২৫, ১১:২৩ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠি হরচন্দ্র বালিকা বিদ্যালয়ের ৭ম শ্রেণীর রিপোর্ট কার্ড প্রদান ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার বিকেল ৪টায় স্কুলের হল রুমে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর মোঃ মোয়াজ্জেম হোসেন পরিচালক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বরিশাল অঞ্চল।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহম্মদ ছিদ্দিকুর রহমান খান জেলা শিক্ষা অফিসার ঝালকাঠি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুহাম্মদ নুরুল ইসলাম প্রধান শিক্ষক ঝালকাঠি সরকারি হরচন্দ্র বালিকা বিদ্যালয়।
অনুষ্ঠানে নুতান কারিকুলাম নিয়ে প্রধান অতিথি বলেন
শিক্ষার নুতন কারিকুলাম নিয়ে বেশী মিথ্যাচার করছেন কিছু শিক্ষক কারন তাদের প্রাইভেট বানিজ্য বন্ধ হয়েছে।আর যার নোট বই বিক্রি করে তারা এর বিরোধিতা করে।
তিনি বলেন আমাদের চ্যালেঞ্জ আছে এই কারিকুলাম বাস্তবায়ন করার জন্য।
সোস্যাল মিডিয়ায় নুতান কারিকুলাম নিয়ে একটি মহল মিথ্যাচার করছে।
অনুষ্ঠানে স্কুলের সহকারী শিক্ষক ও অভিবাবক বৃন্দ উপস্থিত ছিলেন।