২১ নভেম্বর ২০২৫, ১২:৪৮ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ দর্শনাস্থ কেরুজ শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নেতারা নৌকার পক্ষে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারনা ও গণসংযোগ শুরু করেছে।
শনিবার সকাল ১০ টায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা -২ আসনের নৌকার প্রার্থী বর্তমান এমপি হাজী মোঃ আলী আজগার টগরের পক্ষে নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে দর্শনাস্থ কেরু এ্যান্ড কোম্পানির কেরুজ শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নৌকার পক্ষে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারনা শুরু করেন।এর আগে ইউনিয়ন অফিসে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শ্রমিক ইউনিয়নের সভাপতি ফিরোজ আহম্মেদ সবুজের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মাসুদ বলেন, আমাদের সংগঠনের সাধারণ সভায় সর্বসম্মতি ভাবে সিদ্ধান্ত হয়েছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা নৌকার প্রার্থীকে বিজয়ী করার জন্য প্রচারণা চালাবো।আমরা আমাদের অবস্থান থেকে কাজ করে যাবো।এসময় অন্যান্য নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন হাফিজুর রহমান,মোস্তাফিজুর রহমান,রেজাউল করিম,মফিজুল ইসলাম,ইকবাল হোসেন,সালাউদ্দিন আহম্মেদ,আবু সাঈদ,আঃকুদ্দুস,মোঃ সেলিম খান,আমিনুল ইসলাম,শরিফুল ইসলাম, কামরুজ্জামান, মাহমুদুল হাসান রকি প্রমুখ।