২০ নভেম্বর ২০২৫, ০৯:১৫ অপরাহ্ন, ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, বৃহস্পতিবার, ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার পুলিশ নারী কল্যাণ সমিতি(পুনাক)র নতুন সভানেত্রীর দায়িত্বভার গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বেলা ১১টায়
চুয়াডাঙ্গা পুলিশ নারী কল্যাণ সমিতি(পুনাক) এর সভানেত্রী হিসেবে মিসেস পুলিশ সুপার জান্নাতুল ফেরদৌস দায়িত্বভার আনুষ্ঠানিক ভাবে গ্রহণ করেন। দায়িত্বভার গ্রহণ শেষে পুলিশ লাইন্সে অবস্থিত “বঙ্গবন্ধু ও বাংলাদেশ পুলিশ স্মার্ট গ্যালারি” ইনডোর স্টেডিয়াম, পুনাক নার্সারি সহ পুলিশ লাইন্সের বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন।
এসময় সভানেত্রী জান্নাতুল ফেরদৌস বলেন, পুনাক পুলিশের একটি অংশ। বাংলাদেশ পুলিশ কর্মকর্তাদের সহযোগীতায় পুনাক আত্মমানবতার সেবায় সামাজিক কর্মকান্ডে কাজ করে যাচ্ছে। আত্মমানবতার সেবায় ও জনকল্যাণে দেশব্যাপী কাজ করে সুনাম ও সাধারন মানুষের আস্থা অর্জন করেছে পুনাক।এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুনকের সহ-সভানেত্রী মিসেস নাহিদা আক্তার,সাধারণ সম্পাদিকামিসেস জোবায়দা আক্তার, কোষাধ্যক্ষ মিসেস সাবিনা ইয়াসমিনসহ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), চুয়াডাঙ্গার অন্যান্য সদস্যগণ।