২১ নভেম্বর ২০২৫, ০৮:৩৯ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
জামাল কাড়াল বরিশাল ব্যুরো প্রধান।
আজ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে নগরীর বঙ্গবন্ধু উদ্যানে সকাল ০৮:৩০ টায় মহান বিজয় দিবসের বর্ণিল কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। পুলিশ কমিশনার বিএমপি জনাব জিহাদুল কবির, বিপিএম-সেবা, পিপিএম মহোদয় কুচকাওয়াজ পরিদর্শন করেন। পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এরপর জাতীয় সংগীতের তালে তালে জাতীয় পতাকা উত্তোলন, বেলুন উড়ানো ও পায়রা অবমুক্ত করা হয়।আমন্ত্রিত অতিথি সহ সকলের সামনে এ সময়বর্ণাঢ্য কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শন করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ, আনসার-ভিডিপি, বিএনসিসি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, কারারক্ষী, নগরীর বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা, বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠান, বাংলাদেশ স্কাউটস, রোভার স্কাউটস, গার্লস গাইড এবং শিশু কিশোর সংগঠন সমূহ।এ সময় এক বর্ণিল ও মনমুগ্ধকর কুচকাওয়াজ উপভোগ করেন আমন্ত্রিত অতিথিগণ।কুচকাওয়াজ প্রদর্শন শেষে আমন্ত্রিত অতিথিগণ কুচকাওয়াজে অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন, পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব জাহিদ ফারুক শামীম এমপি, মাননীয় মেয়র বরিশাল সিটি কর্পোরেশন জনাব আবুল খায়ের আব্দুল্লাহ (খোকন সেরনিয়াবাত), বিভাগীয় কমিশনার বরিশাল জনাব মোঃ শওকত আলী, রেঞ্জ ডিআইজি বরিশাল জনাব মোঃ জামিল হাসান, বিপিএম-সেবা, পিপিএম, জেলা প্রশাসক বরিশাল জনাব শহিদুল ইসলাম, পুলিশ সুপার বরিশাল জনাব মোঃ ওয়াহিদুল ইসলাম, বিপিএম সহ বরিশাল মেট্রপলিটন পুলিশের সকল ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।