২০ নভেম্বর ২০২৫, ১১:২৩ অপরাহ্ন, ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, বৃহস্পতিবার, ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধিঃ তেঁতুলিয়ায় এনজিও আশা’র ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত। শুক্রবার মহান বিজয় দিবস উপলক্ষে দিনব্যাপী আশা এনজিও শালবাহান হাট শাখার স্বাস্থ্যসেবা কেন্দ্রের বাস্তবায়নে বিশিষ্ট সমাজ সেবক আকবর আলীর সভাপতিত্বে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিক্ষক মামুনুর রশিদ, বিশিষ্ট ব্যবসায়ী সফিউল আলম বুলবুল, বিশিষ্ট সমাজ সেবক হাবিবুর রহমান, ইউপি সদস্য কাবুল হোসেন প্রমুখ। জোনাল ম্যানেজার আসাদুজ্জামানের তত্ত্বাবধানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শালবাহান ব্রাঞ্চ ম্যানেজার আব্দুল্লাহ আল ফারুক, বাংলাবান্ধা ব্রাঞ্চ ম্যানেজার জাহাঙ্গীর আলম, তেঁতুলিয়া ব্রাঞ্চ ম্যানেজার নবীউল্লাহ, ভজনপুর ব্রাঞ্চ ম্যানেজার বিশ্বদেব রায়।
শালবাহান ব্রাঞ্চ ম্যানেজার আব্দুল্লাহ আল ফারুক বক্তব্যে বলেন এনজিও আশা একটি সুনামধন্য প্রতিষ্ঠান । এ এনজিওর অধীনে দেশের প্রতিটি জেলায় শিশু শিক্ষা কার্যক্রম, স্বাস্থ্যসেবা কার্যক্রম ও গরীব অসহায়দের মাঝে বিনামূল্যে শীতবস্ত্র বিতরণ, শিক্ষা বৃত্তি প্রদানসহ নানামুখী সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় শালবাহান ব্রাঞ্চে সমন্বিত স্বাস্থ্য সেবা কার্যক্রম চালু রয়েছে। গরিব ও অসহায়দের মাঝে স্বল্প মূল্যে চিকিৎসা দিয়ে আসছে। মহান বিজয় দিবস উপলক্ষে আশা কার্যালয়ে ফ্রি-চিকিৎসাসেবা অনুষ্ঠিত হয়। এসময় অভিজিত কুমার দেবনাথ হেল্থ সেন্টার ইনচার্জ আশা স্বাস্থ্য সেবা কেন্দ্র শালবাহানহাট -ফ্রি চিকিসাপত্র প্রদান, ডায়বেটিস পরিক্ষা ও রক্তচাপ পরিমাপ করে সেবা দিয়ে থাকেন।